উপ পরিচালক ( স্থানীয় সরকার) মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সকল ধরনের নাগরিক সেবা প্রদানে একটি পরিবারের সকল সদস্যদের জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে) বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেয়া হলো।
যে সকল সেবা এতদিন কেবলমাত্র NID দিয়ে দেয়া হতো, সেই সকল সেবা প্রদানে NID এর সাথে জম্ম নিবন্ধন সনদ দেয়া বাধ্যতামূলক করার জন্য পরামর্শ প্রদান করা হলো।
যেমন-
TCB Family কার্ড,
VGF বিতরন,
VGD বিতরন,
বয়স্ক ভাতা,
প্রতিবন্ধী ভাতা,
বিধবা ভাতা,
অন্যান্য ভাতা
এবং
ট্রেড লাইসেন্স,
উত্তরাধিকার সনদ প্রদান,
নাগরিকত্ব সনদ,
চারিত্রিক সনদ,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস